ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফেনীতে মা-মেয়ে খুনের ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ২

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০১:২৫ পিএম


loading/img

ফেনীর ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে পূর্ব বশিকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটক যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনি সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক। 

বিজ্ঞাপন

ফুলগাজী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, আটককৃতরা  নিহত সাথীর সাবেক স্বামীর বন্ধু। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

বুধবার বিকেলে ফুলগাজীর জিএমহাটে ফাতেমা সাথীকে (২৬) কুপিয়ে ও তার মেয়ে ইশমাকে (৫) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এ হতাকাণ্ডের জন্য সাথীর সাবেক স্বামীকে দায়ী করেছেন নিহতের পরিবার।

এদিকে পুলিশ জানায়, সাথীর সাবেক স্বামী রিমন সন্ত্রাসী ও মাদকসেবী। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |